ঢাকা, শনিবার ০১, ফেব্রুয়ারি ২০২৫ ৮:৪৭:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
`অনুষ্ঠানে` যেতে কেন বারবার বাধার মুখে নারী তারকারা? সবজিতে স্বস্তি, তেল-চালের বাজার চড়া টিকটক করায় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে কেউ বেঁচে নেই

একদিনে টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত ৪০  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজকে পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬ জন ও সুস্থ হয়েছেন ৩০৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১২ জন।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২০ জন, নাগরপুর উপজেলায় ছয়জন, মির্জাপুর উপজেলায় ১১ জন, মধুপুর উপজেলায় দুজন, গোপালপুর উপজেলায় একজন রয়েছেন।

ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। শহর থেকে ছড়িয়ে পড়ছে গ্রামে। গত ২৪ ঘণ্টায় ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।